শিমুল বিশ্বাসের চিকিৎসা ও মুক্তির দাবি ৫ বুদ্ধিজীবীর

শামসুর রহমান শিমুল বিশ্বাসবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা ও তার মুক্তি দাবি জানিয়েছেন পাঁচ বুদ্ধিজীবী। এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহামেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও ড. রেজোয়ন সিদ্দিকী।
এক বিবৃতিতে তারা বলেন, ‘শিমুল বিশ্বাসকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি ডায়াবেটিস ও চক্ষু রোগে ভুগছেন। কারাগারে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আদালত তাকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর কারা কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নিয়ে যায়। পরে আবার তাকে কারাগারে ফেরত নেওয়া হয়। এখন পর্যন্ত তার সুকিচিৎসা দেওয়া হয়নি। আমরা তার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানাচ্ছি।’