কয়লা খনির চার কর্মকর্তাকে দেশত্যাগ না করতে দিতে দুদকের অনুরোধ

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বড়পুকুরিয়া কয়লা খনির (কোল মাইনিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ চারজনকে দেশত্যাগ করতে না দেওয়ার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা উধাওয়ের ঘটনায় তদন্তে গঠিত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের তদন্ত চলাকালে সংশ্লিষ্টরা যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ করা হয়েছে।

দুদকের ওই চিঠিতে তালিকাভুক্ত অপর তিনজন হচ্ছেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির জিএম  (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, জিএম (কোল মাইনিং), আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী এবং ডিজিএম (স্টোর) একেএম খাদেমুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা তদন্তের প্রয়োজনে যা যা দরকার সব ব্যবস্থাই গ্রহণ করছি।