গুজব ছড়ানোর অভিযোগে জুমবাংলার সিইওসহ গ্রেফতার ২



দাইয়ান ও ইউসুফভুয়া নিউজ প্রচার করে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে উসকে দেওয়ার অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার সিইওসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন জুম বাংলার সিইও ইউসুফ চৌধুরী (৪০) ও বুয়েটের শিক্ষার্থী দাইয়ান আলম (২২)। বুধবার রাতে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের এডিসি নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘আটকের সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপসহ ফেসবুক আইডি ও গ্রুপগুলো জব্দ করেছে পুলিশ।’ তিনি বলেন, ‘জুম বাংলা অনেক দিন ধরে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আসছে। ভুয়া নিউজ প্রচার করে সাংবাদিকতার বেসিক ইথিক্সের বাইরে গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে। চলমান আন্দোলনের সময় সে পুলিশের অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলনকে উসকে দেয়। জুম বাংলার সিইওকে গত ১ আগস্ট দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।’
বুয়েট শিক্ষার্থী দাইয়ান আলম সম্পর্কে নাজমুল ইসলাম বলেন, ‘সে ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভুমিকা রেখেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে গত ৫ আগস্ট রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করলে তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে।’