ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ঢাবির এক ছাত্রকে পুলিশে সোপর্দ





single pic template-1 copyসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নাম রাফসান আহমেদ। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, ‘এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আমাদের কাছে দিয়েছে। ওই শিক্ষার্থী ফেসবুকে উল্টাপাল্টা লেখা লিখেছেন। এখনও মামলা করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি।’
খোঁজ নিয়ে জানা যায়, রাফসান আহমেদ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ফেসবুকে একটি স্টাট্যাস দিয়েছেন। বিষয়টি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল জানতে পারেন। পরে তিনি ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে দেন। পরে রাফসানকে থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল বলেন, ‘আমরা স্টাট্যাস দেখার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তাকে মারধর না করে প্রক্টরের হাতে তুলে দিই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছাত্র ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী লেখা লিখেছে, যা খুব খারাপ ভাষায় লেখা হয়েছে। এ অভিযোগে তাকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় দেওয়া হয়েছে।’