ট্রাফিক সপ্তাহ: ৪০ হাজার ৬৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহনের বিরুদ্ধে মামলাসারাদেশে চলমান ট্রাফিক সপ্তাহের ৬ষ্ঠ দিনে সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ। ৬ষ্ঠ দিন পর্যন্ত সারাদেশ ১ লাখ ১৩ হাজার  ৪২৩টি  যানবাহনের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং  ৪০ হাজার ৬৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।  শুক্রবার  (১০ আগস্ট) রাত ৮ টার দিকে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান,  সারাদেশ ১ লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ৩ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়। ৪০ হাজার ৬৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ৩ হাজার ৫৪৪টি যানবাহন আটক করা হয়েছে।