ফের আন্দোলনের হুমকি কোটা সংস্কার আন্দোলনকারীদের

বক্তব্য রাখছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লাহআবারও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নেতারা। কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে কারাগারে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে মুক্তি এবং কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা না হলে তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা আন্দোলনের এ হুমকি দেন। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি লিখিতভাবে পড়ে শোনান কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিন ইয়ামিন মোল্লাহ। ‘কোটা সংস্কার’ ও ‘নিরাপদ সড়ক’ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রহসনমূলক মামলায় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

কোটা সংস্কারের ৫ দফা পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে এই শিক্ষার্থীদের মুক্তি ও প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে সারাদেশে আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।’
তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার শামিল।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরও অনেকে উপস্থিত ছিলেন।