ঈদের আগেই তরিকুলের মুক্তির দাবি ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের

received_501671160293346

ঈদের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্র তরিকুল ইসলামের মু‌ক্তির দা‌বি‌ জানিয়েছেন তার বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মোতাহার হোসেন ভবনের সাম‌নে এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

ফেসবুক স্ট্যাটাস দিয়ে আটক হওয়া তরিকুলের মুক্তির দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা বি‌ভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন ক‌রেন। এগু‌লো‌তে লেখা ছিল- আমরা ন্যায় বিচার চাই, ঈদের আগে তা‌রিকের মু‌ক্তি চাই, আমার ভাই জে‌লে কেন, প্রশাসন জবাব চাই।

received_502130633572718

এসময় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাওসার আহমেদ ব‌লেন, ‘তা‌রিক কোনও রাজনী‌তির সঙ্গে যুক্ত ছিল না। সে পড়ালেখা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। আমরা দেখতাম সে সারা‌দিন লাইব্রেরিতে পড়া‌লেখা করতে যেতো। তাকে লাইব্রেরি থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। সে আ‌ন্দোল‌নের স‌ঙ্গেও জ‌ড়িত ছিল না। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

মানববন্ধ‌নের কা‌ছে আইন অনুষ‌দ ছাত্রলী‌গের সভাপ‌তি শ‌রিফুল ইসলাম গে‌লে তার হা‌তে শিক্ষার্থীরা মাইক ধ‌রি‌য়ে দিয়ে কিছু বলতে বলেন। এসময় তি‌নি ব‌লেন, ‘তা‌রিক য‌দি অপরাধী না হ‌য়ে থা‌কে তাহ‌লে তা‌কে ম‌ুক্ত করার জন্য সর্বাত্মক সহ‌যো‌গিতা থাক‌বে।’

এসময় শ‌রিফুল ইসলাম আরও ব‌লেন, ‘সে (তরিকুল ইসলাম) ফেসবু‌কে এক‌টি উস্কানিমূলক পোস্ট দি‌য়েছিল। তার বিরু‌দ্ধে ক‌য়েক‌টি মামলা হ‌য়ে‌ছে।’ তি‌নি আইনগতভা‌বে মামলাগুলো মোকা‌বিলার জন্য আহ্বান জানান।