ঈদযাত্রা সামনে রেখে লক্কড়-ঝক্কড় বাসের ‘সাজসজ্জা’ (ফটোস্টোরি)

ঈদকে সামনে রেখে প্রতিবছরই পুরাতন ও লক্কড়-ঝক্কড় গাড়ি মেরামতের হিড়িক পড়ে যায় ওয়ার্কশপগুলোতে। রঙচটা গাড়িতে দেওয়া হয় রঙের প্রলেপ। এতে গাড়িগুলোকে দেখায় নতুনের মতো। উদ্দেশ্য, ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়। এ বছর অবশ্য শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেরে যোগ হয়েছে পুলিশের বাড়তি তদারকি, গাড়ির ফিটনেস ও কাগজপত্র যাছাই করা। সুতরাং রাস্তায় চলার অনুপযুক্ত গাড়িকে ‘নতুন’ করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ওয়ার্কশপের শ্রমিকরা।
রাজধানীর ডেমরার একটি ওয়ার্কশপে দেখা গেল, সিটিতে চলা গাড়ির সঙ্গে দূরপাল্লার গাড়ি মেরামত করছেন শ্রমিকরা। নতুন সিট বসানো থেকে শুরু করে জানালার গ্লাস, ফুটোফাটা বন্ধ করতে টিন কেটে লাগানো ও রঙের প্রলেপ দেওয়া— সবই হচ্ছে এই ওয়ার্কশপে। এই কর্মযজ্ঞের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো—




১১১

৩৩৩

৫৫৫

৬৬৬

৭৭৭