জিজ্ঞাসাবাদের জন্য ঢাবি ছাত্রীকে নিয়ে গেলো ডিবি পুলিশ

 



ঢাকা বিশ্ববিদ্যালয়সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক লেখালেখি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।



ওই ছাত্রীকে ডিবি পুলিশ ডিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে বলে নিশ্চিত করে প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুলে নিয়ে যাওয়া ওই ছাত্রীর সম্পর্কে আমরা অবহিত আছি। এ বিষয়ে শাহবাগ থানার সাথে কথা বলেছি। সে ফেসবুকে উসকানিমূলক লেখা-লেখি করেছে। এজন্য তাকে নেওয়া হয়েছে। সে বর্তমানে মহিলা ডিবি পুলিশের কাছে নিরাপদে আছে।’
শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার হলের সামনে থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সাইবার অপরাধে নেওয়া হয়েছে বলে জেনেছি।’
শামসুন্নাহার হলের আবাসিক এই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন 'স্লোগান ৭১'-এর সাবেক সাধারণ সম্পাদক।