মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে আলোচনা অব্যাহত: রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক (ফাইল ফটো)মালয়েশিয়ায় সুষ্ঠু শ্রমবাজারের জন্য ঢাকা ও কুয়ালালামপুর আলোচনা অব্যাহত রেখেছে। মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকেও প্রায় ২০টি মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশি শ্রমিকের জন্য চাহিদাপত্র জমা দিয়েছে।’
তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ কুয়ালালামপুরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে দিয়ে প্রতিযোগিতা আরও বাড়াতে চান। এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশের ওপর পড়বে জানিয়ে তিনি বলেন, ‘এখান থেকে মাত্র ১০টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হয়।’
শহীদুল বলেন, মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত এবং এখনও এখানে শ্রমিকরা আসছে। উভয় দেশই শ্রমিক রিক্রুটমেন্ট করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং বর্তমানে এর অধীনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়।
দুই দেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন,‘তারা একসঙ্গে বসে আলোচনা করে পরিবর্তিত পরিস্থিতিতে যেটি সবচেয়ে ভালো হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’তিনি অভিযোগ করে বলেন, কিছু গুজব শ্রম বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কয়েক মাস আগে মিডিয়াতে একটি রিপোর্ট দেখলাম মালয়েশিয়া তার বাজার বন্ধ করে দিয়েছে। অথচ খোঁজ নিয়ে জানা গেল, সেই দিন ৩৩টি মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের জন্য চাহিদাপত্র জমা দিয়েছে।’