ঈদে সড়কে যাতায়াত নির্বিঘ্ন করবে ‘কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ’

ঈদযাত্রার ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদে সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ’ চালু করবে। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপদ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা এটি মনিটরিং করবেন। আগামী ১৮ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত সড়কপথের যানবাহন চলাচলসহ পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করা হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহা. লিয়াকত আলী খানের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবছরের মতো এ বছরও ঈদকে সামনে রেখে সড়কপথের পরিস্থিতি নজরদারির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু হবে। গত ২ আগস্ট বিআরটিএ’র সদর দফতরের সম্মেলন কক্ষে একটি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯১৩০৬৬২ এবং মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯। ১৮ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত সড়কপথের কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে বা জনদুর্ভোগ দেখা দিলে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতিদিন তিনটি শিফটে তিনজন করে নয়জন কর্মকর্তা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
নিয়ন্ত্রণ কক্ষ চালুর পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রণালয় আরও অন্তত ৩২টি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঈদের ১০ দিন আগে সড়ক ও মহসড়কগুলোর মেরামত নিশ্চিত করা; জাতীয় ও আন্তর্জাতিক সড়কগুলো যানজটমুক্ত রাখা; বাস টার্মিনালগুলোতে শৃঙ্খলা ফেরাতে ভিজিলেন্স টিম গঠন করা; দুর্ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে সৃষ্ট যানজট প্রতিকারে ব্যবস্থা নেওয়া; সড়ক থেকে অস্থায়ী বাজার অপসারণ করা; মহাসড়ক অপব্যবহার বন্ধ করা; বিকল্প সড়ক ব্যবহার নিশ্চিত করা; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা; লক্কড়-ঝক্কড় গাড়ি নিয়ন্ত্রণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা; যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ করা; টোল প্লাজার সব বুথ চালু রাখা; সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু রাখা; জরুরি সার্ভিসগুলো প্রস্তুত রাখা; বিআরটিএ’র স্পেশাল ঈদ সার্ভিস চালু রাখা; ঈদের আগের তিন দিন মহাসড়ক ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান বন্ধ রাখা এবং ঈদ উপলক্ষ্যে ভিন্ন ভিন্ন সময়ে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ এবং সড়কের পাশে কোরবানি হাটের ইজারা বন্ধ করা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহা. লিয়াকত আলী খান বলেন, ‘গঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক ঈদ যাত্রীদের যাতায়াত নিশ্চিত করার জন্য কাজ করবেন। সড়কের কোথাও কোনও সমস্যা দেখা দিলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করা হবে।’