গুজব ছড়ানোর মামলায় ফারিয়া মাহজাবিন তিন দিনের রিমান্ডে

র‌্যাবের হাতে গ্রেফতার ফারিয়া মাহজাবিননিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ফারিয়া মাহজাবিনকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী শুনানি শেষে তিন দিন রিমান্ডের আদেশ দেন। এ সময় অভিযুক্ত ফারিয়ার পক্ষের কোনও আইনজীবী ছিল না।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি—ফারিয়া মাহজাবিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেন। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিতেন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ছাত্রদের সব দাবি মেনে নিলেও ফারিয়া অন্য সহযোগীদের নিয়ে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা চালিয়ে আসছেন।

ওই ঘটনায় হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের ২৫/১ নম্বর বাসা থেকে ফারিয়াকে গ্রেফতার করে র‌্যাব ২-এর একটি দল।