গুলশানের লোটাস টাওয়ারে ১৫ মিনিটের আগুন

গুলশানের লোটাস টাওয়ার (ছবি: আশেক রহমান, গুগোল ম্যাপ থেকে)

রাজধানীর গুলশানের লোটাস টাওয়ারের ১৩ তলায় শনিবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এটি ছড়িয়ে পড়ার আগেই নিজস্ব ব্যবস্থাপনায় ১৫ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

শনিবার বেলা ৬ টার দিকে গুলশান ১ ও ২ এর মাঝামাঝি ২০ তলা লোটাস টাওয়ারের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ‍দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।  আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সেখানে আছেন। তারা অগ্নিকাণ্ডের বিষয়টি দেখছেন, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে আগুনের কারণ জানা যাবে।’

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ভবনটিতে বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।