৩৯তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৩৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ এর লিখিত পরীক্ষার (প্রিলিমিনারি) ফল আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন। কমিশনের ২০১৮ সালের ১৬তম বিশেষ সভায় এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৯তম বিশেষ বিসিএস এর ফল কমিশনের ওয়েবসাইটেও (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। তাছাড়াও মোবাইল অপারেটর টেলিটক এর যে কোনও মোবাইল থেকে এসএমএস করেও এই পরীক্ষার ফল পাওয়া যাবে। এজন্য PSC 39Registration Number লিখে 16222 তে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

প্রসঙ্গত: ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞাপন গত ৮ এপ্রিল প্রকাশিত হয়।