শাহজালালে ১৩ কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে উদ্ধার করা সোনার বার (ফােইল ফটো)হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শনিবার রাত ৯টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে এসব সোনা নিয়ে আসেন খাজা শাহাদাত হোসেন।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখে গোয়েন্দা কর্মকর্তারা। পরবর্তীতে সন্দেহ হলে খাজা শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের সোনার অলংকার পাওয়া যায়।

জাতীয় নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা জানান, জব্দ সোনা ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।