প্রশাসনের বিশেষ ব্যবস্থায় ডাকসু নির্বাচন আলোচনায় ছাত্রদল

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিশেষ নিরাপত্তা দিয়ে মতবিনিময় সভায় আনা হয় ছাত্রদল নেতাদেরঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে ডাকা মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১১টার দিকে ছাত্রদলের প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা দিয়ে আলোচনা সভাস্থলে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর আব্দুর রহিম, সোহেল রানা ও মাকসুদুর রহমান৷প্রসঙ্গত, শনিবার বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে ‘ছাত্রদল ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের হামলার শিকার হতে পারে’ এমন শঙ্কার কথা জানান৷
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন,' তারা (ছাত্রদলের নেতারা) ক্যাম্পাসে আসতে শঙ্কাবোধ করেছে৷আজকের সভায় তাদের অবস্থান নিশ্চিত করতে আমরা তাদের সহযোগিতা করেছি৷তারা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সভায় অংশগ্রহণ করেছে৷ কোনও ছাত্র সংগঠন তাদের বাধা দেয়নি৷ এটি আমাদের দায়িত্ব কেউ যদি আমাদের থেকে সাহায্য চাই, তাহলে আমরা তাদের সাহায্য করবো৷'
মতবিনিময় সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকি অংশ নেন।
এছাড়া জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনগুলোর নেতারাও মতবিনিময় সভায় অংশ নেন।