রাজপথের তাজিয়া মিছিল (ফটোস্টোরি)

তাজিয়া মিছিলধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হচ্ছে। বরাবরের মতো এবারও আশুরার এই দিনে তাজিয়া মিছিলের মধ্য দিয়ে মাতম করেছেন দেশের শিয়া সম্প্রদায়।তাজিয়া মিছিল

‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি স্মরণ করেছেন তারা।তাজিয়া মিছিল

প্রতি বছরের মতো পুরান ঢাকা হোসাইনী দালান ইমাম বাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়।তাজিয়া মিছিল

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্যাপক নিরাপত্তা ও সতর্কার মধ্য দিয়ে শুক্রবার সকাল ১০টায় এই মিছিল বের হয়।তাজিয়া মিছিল

পুলিশ ও র‍্যাবের টহলের মধ্য দিয়ে মিছিলটি পলাশি, নিউমার্কেট এলাকা ঘুরে ধানমন্ডিতে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিল

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে নিষেধাজ্ঞা মেনে এবার তাজিয়া মিছিলে প্রবেশের সময় কেউ দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিনক্যারিয়ার ব্যাগ বহন করতে পারেননি।তাজিয়া মিছিল

মিছিলে আতশবাজি ও পট্কা ফোটানো নিষিদ্ধ ছিল।তাজিয়া মিছিল

নির্দেশনা মেনে মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা হয়নি।  তাজিয়া মিছিল

পুরান ঢাকায় হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল হলেও মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়।তাজিয়া মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকের কোমরে দেখা যায় এরকম ঘণ্টা

তাজিয়া মিছিল

তাজিয়া মিছিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী