বিমানবন্দরে দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে কর্মশালা

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে অতিথিরা (ছবি: সংগৃহীত)বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হলো। সোমবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এর উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’র এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন। এতে অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদস্যরা।

বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় ও বেবিচকের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। সম্মিলিতভাবে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে বিমানবন্দরে বড় ধরনের বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনা করা ও বাধাগুলোর যৌথভাবে সমাধান করার ওপর গুরুত্ব দেওয়া হয় এতে। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী (ছবি: সংগৃহীত)সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী বলেন, ‘পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুবাদে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রাপ্ত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমের মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এই কর্মশালা। এর ফল অনুসরণ করা হলে ভবিষ্যতে বিমান দুর্ঘটনা আরও দক্ষভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’