প্রশ্নফাঁসের প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিলঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের 'ঘ' ইউনিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ছাত্র ইউনিয়ন৷ শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
ভিসি’র বাস ভবনের সামনে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় মিছিল থেকে৷এতে লেখা ছিল 'প্রতি বছর ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস হয় কেন? প্রশ্নপত্র ফাঁসের ডিজিটাল জালিয়াতচক্রকে রুখো, প্রশ্নপত্র ফাঁসে প্রশাসনের মিথ্যাচার বন্ধ করো, প্রশ্নফাঁসের মূলহোতাদের গ্রেফতার করো ইত্যাদি।
এ সময় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্ল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, 'প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা স্পষ্ট সত্য৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷’
তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রশাসনের খেয়ালি মনোভাবের কারণে প্রশ্নফাঁস হয়৷ গত বছরও প্রশ্নফাঁস হয়েছে৷ কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনও তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেনি৷ আর প্রশাসন তা বারবার অস্বীকার করে আসছে।’