চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগে অবস্থান

চাকরির বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরি প্রত্যাশীদের অবস্থান

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পর তারা শাহবাগে অবস্থান নেয়। রাত সাড়ে আটটা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ জেড এম ইমরান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এই কর্মসূচি আজকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। পরবর্তীতে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করবো।

শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানায় আন্দোলনকারীরা। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর আগে একই স্থানে অবস্থান নিয়ে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে প্রতিবন্ধীরা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।