রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত

 

image-42112রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তারা হলেন মো. রানা (৫০) ও আব্দুর রাজ্জাক (৫০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে চিকিৎসকদের বরাত দিয়ে জানান, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক।
আহত দুই ব্যবসায়ী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শ্যামপুর আইজি গেইট ব্যাংক কলোনির সামনে আজ রবিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে একই এলাকার মোতালেব ও সোহেলসহ ৩৪ জন রানা ও রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আহত রাজ্জাক ঢামেক হাসপাতালে পুলিশকে জানান, কয়েক দিন আগে হামলাকারীরা ওই এলাকায় একজনের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করেন রাজ্জাক। এরই জের ধরে রবিবার বিকেলে তারা কুপিয়ে তাকে আহত করে।
রাজ্জাকের বাসা আইজি গেইট এলাকা। তিনি ওই এলাকায় হার্ডবোর্ডের ব্যবসা করেন।
আহত রানা বলেন, ‘ঘটনার সময় আমি একটু এগিয়ে গিয়েছিলাম। আহত ওই ব্যক্তি দৌড়ে আমার দোকানের দিকে আসতেছিল। তখন আমি দোকান বন্ধ করছিলাম। হামলাকারীরা আমাকেও কুপিয়ে আহত করে।’

রানার বাসা গেন্ডারিয়ায়। তিনি কসমেটিকসের ব্যবসা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুজনই চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’