ঢাবি ঘ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর ঘ ইউনিটের পাসের হার ছির ১৪।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এতে বলা হয়, গত শুক্রবার (১২ অক্টোবর) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু মোট ৯৫ হাজার ৩৪১ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭০ হাজার ৪৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৮ হাজার ৪৬৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৪শ’ ৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯, ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৯৪ জন।

ঘ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে ১১৫২টি, বিজনেস স্টাডিজে ৪১০ ও মানবিকে ৫৩টি)।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া, যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে।