মিরপুরে আধুনিক পাবলিক টয়লেট চালু

 মিরপুর ১২ নম্বরে পাবলিক টয়লেট উদ্বোধন করলো ডিএনসিসি

ঢাকাবাসীর জন্য মিরপুরে একটি আধুনিক পাবলিক টয়লেট চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার বিকেল ৪টায় মিরপুর ১২ নম্বরে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এ পাবলিক টয়লেট উদ্বোধন করেন ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা।

এসময় মেয়র টয়লেটটির সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি জানান, নাগরিকদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এমন ১০০টি পাবলিক টয়লেট নির্মাণ করবে।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, এই টয়লেট নির্মাণের মাধ্যমে রাজধানীর সামগ্রিক পাবলিক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে আরও একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।

ডিএনসিসি সূত্র জানায়, সংস্থার নিজস্ব অর্থায়নে স্থাপিত আধুনিক এ পাবলিক টয়লেটটি এ অঞ্চলে চলাচলরত জনগণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই পাবলিক টয়লেটে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রক্ষালন কক্ষ, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রজ্জব হোসেন ও ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ।