অপরিশোধিত পানি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতঅপরিশোধিত খাবার পানি বাজারজাতকরণের দায়ে রাজধানীর বাড্ডা এলাকার ৩টি পানির প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো অপরিশোধিত খাবার পানি বাজারজাত করে আসছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে শাহজাদপুরের মালং ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ টাকা, আর ইসলাম ড্রিংকিং ওয়াটারকে ৩ লাখ টাকা এবং সাবরিনা ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইসলাম ড্রিংকিং ওয়াটার ও সাবরিনা ড্রিংকিং ওয়াটারকে সিলগালা করা হয়। এছাড়াও নর্দা এলাকার শিকদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানের একজনকে তিন মাসের কারাদণ্ড এবং মধ্যবাড্ডার আদনান মেডিসিন কর্ণারের দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।