জবি ইউনিট-৩ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট-৩ বাণিজ্য শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ইউনিট-২ ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মেধা তালিকায় সর্বমোট ৬৪৯টি আসনের বিপরীতে ২০০৩ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। http://admissionjnu.info ওয়েবসাইটে বাছাইকৃত পরীক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে ৩ নভেম্বর রাত ১২টার মধ্যে ওয়েবসাইটে নাম থাকা পরীক্ষার্থীদের বিষয় নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জবিতে প্রথমবার লিখিত পদ্ধতিতে ইউনিট-৩ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬৪৯টি আসনের বিপরীতে ১১ হাজার ১৩৮জন পরীক্ষার্থী অংশ নেয়।