ঢাবিতে ম্যাগাজিন 'সমাজচিন্তার' আত্মপ্রকাশ

ক্যাম্পাসে ‘সমাজচিন্তা’ হাতে শিক্ষার্থীরা‘সমাজচিন্তা’ নামের একটি ম্যাগাজিনের আত্মপ্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ৷ গত শনিবার (৩ নভেম্বর) বিকেলে নতুন এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় ৷ ম্যাগাজিনটি প্রকাশের তিনদিনের মধ্যে প্রথম সংস্করণ শেষ হয়ে যায় ৷ এর দ্বিতীয় সংস্করণ বৃহস্পতিবার (৮ নভেম্বর) বের হবে৷
সমাজচিন্তা’র সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন৷ তিনি বাংলা ট্রিবিউনকে জানান, 'পশ্চিমা ভাবধারার বাইরে এসে সমাজকে নিয়ে চিন্তার উদ্দেশ্যে এই ম্যাগাজিনের আত্মপ্রকাশ।
৩২ পৃষ্ঠায় প্রকাশিত এই ম্যাগাজিনের দাম ২০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং কেন্দ্রীয় পাবলিক লাইব্রেবির সামনের দোকানগুলোতে ম্যাগাজিনটি পাওয়া যাবে।