প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিপরীক্ষা: আগের সূচিতেই ফিরছে মাউশি

মাউশিসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিপরীক্ষার নেওয়ার জন্য আগের সময়সূচিতেই ফিরছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এরআগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আগের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মাউশি। তবে, পুনঃতফসিলে ভোট পিছিয়ে গেলে আবার আগের তারিখ ঠিক রেখে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে মাউশি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়কে আগের নির্ধারিত ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা এবং ২০ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠানের প্রস্তাব পাঠায় মাউশি।

এ প্রসঙ্গে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট পিছিয়ে যাওয়ায় আমরা আগের দিন তারিখ ঠিক রেখে প্রস্তাব করেছি মন্ত্রণালয়কে। আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী,   ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তিপরীক্ষা এবং ২০ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তির জন্য লাটারি। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা ও লটারি অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রণালয়ের পরামর্শেই তারিখ নির্ধারিত হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাউশি প্রথমে ১৭, ১৮, ও ১৯ ডিসেম্বর পরীক্ষার করার কথা থাকলেও তা চূড়ান্ত করা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের তফসিলে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ঠিক হলে মন্ত্রণালয়ের পরামর্শে ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেয় মাউশি। কিন্তু পুনঃতফসিলে ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারিত হলে ভর্তিপরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে।

এই পরিস্থিতিতে গত রবিবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হলেও তারিখ চূড়ান্ত না করেই তা শেষ হয়। মঙ্গলবার (১৩ নভেম্বর) আগের নির্ধারিত তারিখ ১৭, ১৮, ১৯ ডিসেম্বর নির্ধারণ করে প্রস্তাব পাঠায়।