যাত্রাবাড়ীতে আগুনের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

গ্যাসরাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে আগুনের ঘটনায় আতর বেগম (৭০) নামে আরও একজন মারা গেছেন। রবিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুজনে।

উল্লেখ্য, শুক্রবার (১৬ নভেম্বর) ধলপুরে সিটি করপোরেশনের ১৪ নম্বর আউটফল আবাসিক এলাকার ওই বাসায় আগুন লাগলে ঘটনাস্থলেই তাহসিন (৭) নামের একটি শিশুর মৃত্যু হয়। দগ্ধ হন ছয়জন। তারা হলেন— সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (আজ মারা গেছেন) এবং একই বাসার দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)।

আরও পড়ুন...

যাত্রাবাড়ীতে গ্যাসের চুলার লাইনে লিকেজ, আগুনে শিশুর মৃত্যু, দগ্ধ ৬