মদিনা সনদেই মহানবী ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন: মেনন

বক্তব্য রাখছেন রাশেদ খান মেননসমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন  বলেছেন, মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। কিন্তু কিছু মুসলিম নামধারী ওয়াহাবিরা আজ ধর্মকে পুঁজি করে পৃথিবীব্যাপী ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভাণ্ডারি অ্যাসোসিয়েশন আয়োজিত  ‘পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশেও এই ওয়াহাবিরা তৎপর রয়েছে। তারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। ইদানিং তারা দেশে জঙ্গিবাদ, উগ্রবাদকে উসকে দিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এদের কারণে শান্তির ধর্ম ইসলাম আজ গোটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ইসলামি নামধারী ওয়াহাবিদের কাছ থেকে আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে।