‘ঢাবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে’

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচারাভিযান অনুষ্ঠান‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২শ’ শিক্ষার্থীর সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে নিজ এলাকায় প্রচারাভিযান’ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
তিনি বলেন, ‘যারা জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ ও চিকিৎসা দিয়ে সমাজ সচেতনতায় কাজ করেছেন, তাদের অভিবাদন জানাই। সমাজের মানুষ এখন সামাজিক সচেতনতামূলক কাজ না করে শুধু স্বার্থপর হচ্ছে। ভালো ও বিশিষ্ট হওয়ার ভান করছে। শুধু নিজের কথাই প্রচার করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।
শনিবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (ডুয়া) থেকে বৃত্তিপ্রাপ্ত ১২শ’ শিক্ষার্থীর সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে নিজ এলাকায় প্রচারাভিযানের কর্মসূচি শেষে বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডুয়া’র সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে ও মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডুয়া’র সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার-উল-আলম চৌধুরী।
অনুষ্ঠানে ডুয়া কর্তৃক বৃত্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে প্রচারাভিযান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বিনিময় করেন। প্রচারাভিযানে নিজ নিজ এলাকায় বিভিন্ন বিষয়ে তাদের প্রতিবন্ধকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ অনুষ্ঠানে তুলে ধরেন।