চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

1234

রাজধানীর চকবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় অহিদুল ইসলাম (২৪) নামে একজন কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজর কামালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় অহিদুল ইসলাম আহত হওয়ার পর পাশের কারখানার শ্রমিক  রতন তাকে উদ্ধার  করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে অহিদুলকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, কামালবাগ এলাকার মধুমতি নামে একটি রাবার কারখানায় তার ভাই মো. করিমের সাথে কাজ করতেন অহিদুল। রাতের ডিউটি শেষে কারখানার পাশে একটি তৃতীয় তলা টিনসেট বাসায় খাবার খেয়ে নিচে নামার সময় পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের ইসমাঈল হাওলাদারের ছেলে।