নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা আটক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনার করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকা থেকে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংঠনিক সম্পাদক মির্জা হাসান ইমাম ওরফে বুলু (৫০)কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে রামপুরা এলাকার ব্লক-বি-এর ৩০৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জা হাসান নাশতকার পরিকল্পনা করছিলেন। এজন্য দীর্ঘদিন যাবৎ তার রামপুরার বাসায় নাশকতামূলক একাধিক বৈঠক হয়েছে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’

মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনাকারীর অভিযোগে আটক মির্জা হাসানের সঙ্গে আর কারা বৈঠক করতো বা জড়িত আছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এ বিষয়ে রামপুরা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।