নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী আলী আজগর

আলী আজগরঋণখেলাপের অভিযোগে ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।


হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে মঙ্গলবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আলী আজগরের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। অন্যদিকে ফারমার্স ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।
এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন আলী আজগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। এরপর ঋণখেলাপের অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করে ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষ। সেই রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।