প্রথম শ্রেণির ভর্তিতে দুর্নীতি ঠেকাতে আইডিয়াল স্কুলে দুদকের অভিযান



আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ ডিসেম্বর) এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। সহকারী পরিচালক ফারুক আহমেদ ও উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা এ অভিযানে অংশ নেন।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখায় ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় বাংলা ভার্সনে ছাত্র-ছাত্রী ভর্তি হবে। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) ছয়টি ক্যাটাগরির লটারি এবং মঙ্গলবার (১১ ডিসেম্বর) ৪টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ করে দুদক টিম। বলপেন দিয়ে লটারির ফল লেখা নিশ্চিত করে দুদক। আগে লটারির ফল লেখা হতো পেনসিল দিয়ে।