অতিরিক্ত টাকা ফেরত দিলো নরসিংদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়





একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় (ছবি: সংগৃহীত)এসএসসি’র ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ৭৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক, মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার তারিক হাসান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের উপস্থিতিতে এই টাকা ফেরত দেওয়া হয়। এই টাকার পরিমাণ প্রায় সাড়ে ৮৩ হাজার টাকা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র চেয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা করে বেশি নেওয়া হয়েছিল। তিনি জানান, গত ৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী ও উপপরিচালক আতাউর রহমান সরকার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে অভিযান চালান। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষা খাতের দুর্নীতি বন্ধে দুদকের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। যেসব প্রতিষ্ঠান এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না।