‘জীবন নিয়ন্ত্রণই রোগমুক্তির সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত’

জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভানিজেকে নিয়ন্ত্রণ ও জীবনকে নিয়ন্ত্রণ করাই রোগমুক্তির সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ডা.আফতাব উদ্দিন। তিনি বলেন, ‘নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারলে দুঃখ- কষ্ট- যন্ত্রণায় ভোগে পরপারে বিদায় নিতে হবে। নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি নিজেই সচেতন হতে হবে। এটাই রোগমুক্তির জন্য সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘কোনও রোগ পুষবেন না। প্রাথমিক অবস্থায় রোগ চিহ্নিত করে নিমূর্লের ব্যবস্থা করুন। তাহলেই জীবনকে উপভোগ করতে পারবেন।’

ইউনিভার্সেল হেলথ কাভারেজ ডে উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে স্বাস্থ্যের জন্য ৬৪ শতাংশ খরচ নিজ পকেট থেকে বহন করতে হয়। স্বাস্থ্য সংক্রান্ত বর্ধিত ব্যয়ের কারণে প্রতি বছর আমাদের দেশে ৬৪ লাখ লোক দারিদ্রতার শিকার হচ্ছে। জনগণকে এই আর্থিক ঝুঁকি থেকে রক্ষার জন্য স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ করে দেশের সকলের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।’

আলোচনা সভায় অধ্যাপক ডা. ইয়াসমিন বলেন, ‘মেডিক্যাল শিক্ষা পদ্ধতিতে শিক্ষানবীশদের স্বাস্থ্য উন্নয়ন ও রোগ প্রতিরোধমূলক বিষয়-বস্তুর উপর জোর দিতে হবে, শিক্ষাদান পদ্ধতিকে কমিউনিটি ভিত্তিক এবং সমন্বিত করতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকল্প স্বাস্থ্য সেবাকেও আমাদের মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় মূল্যায়নে আনতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার সাবেক উপদেষ্টা প্রফেসর এম মোজাহেরুল হক, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও পাবলিক হেলথ ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন।