তরুণদের সামনে মুক্তিযুদ্ধের আরেকটি সুযোগ এসেছে: মেনন

১১১১সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তরুণদের সামনে মুক্তিযুদ্ধের আরেকটি সুযোগ এসেছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে দিয়ে তিনি এ কথা বলেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীদের বয়কটের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাবি ছাত্রলীগ। 

রাশেদ খান মেনন বলেন, ‘নতুন এ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। আপনাদের (তরুণদের) সামনে আরেকটি মুক্তিযুদ্ধের সুযোগ এসেছে। যে জামায়াত-শিবির আমাদের দেশের মুক্তিযুদ্ধকে কখনও স্বীকার করেনি, যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছে, তাদের রাজনীতি বঙ্গবন্ধু অনেক আগেই বন্ধ করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতিতে ফিরিয়ে এনেছেন এবং তার স্ত্রী (খালেদা জিয়া) জামায়াতের হাতে পতাকা তুলে দিয়েছেন।’

বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত-শিবির প্রবেশ করেছে মন্তব্য করে মেনন আরও বলেন, ‘নির্বাচন কমিশনার জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, তখন আমাদের প্রত্যাশা পূরণ হয়েছিল। কিন্তু ঐক্যফ্রন্ট আবার জামায়াতকে নির্বাচনে এনেছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি মো. শাহজাহান আলী সাজুসহ আরও অনেকে।