৩০ শিশু দত্তক নেওয়া বাংলাদেশি আফিয়াকে লন্ডনে সংবর্ধনা

আফিয়া ও লন্ডনের মেয়র জন বিগসগত দশ বছরে ত্রিশটি শিশুকে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেছেন এক ব্রিটিশ-বাংলাদেশি নারী। নিজের চার সন্তানের পাশাপাশি অসহায় এই শিশুদের বড় করছেন মাতৃস্নেহে। ব্যতিক্রমী এই নজির সৃষ্টির জন্য আফিয়া চৌধুরী নামে এই নারীকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। পুর্ব লন্ডনের বেথনাল গ্রীনের অট্রিয়াম হলে তাকে সংবর্ধিত করেন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস।

টাওয়ার হ্যামলেটস ফষ্টারর্স কেয়ারার এসোসিয়েশনের সভাপতি আফিয়া ও তাঁর স্বামী কামরুজ্জামান জানিয়েছেন, কেবল দত্তক নেওয়া শিশুদের দেখাশোনার জন্য নিজেদের ঘরের পরিধি বাড়িয়েছেন তারা। তাদের এ উদ্যোগ অন্য দম্পতিদেরও শিশুদের দত্তক নিয়ে দেখভাল করতে উৎসাহিত করবে বলে মনে করেন তারা।

শুক্রবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বলেন, আফিয়াকে সন্মানিত করতে পেরে তিনি আনন্দিত।