লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর লালবাগের কেল্লারমোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে পারুল বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পুত্রবধূ জান্নাত আক্তার (১৮) আহত হয়। সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের নাতনি সুরাইয়া আক্তার জানান, টিনসেড বাড়ির গেট স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে আক্রান্ত হন পারুল। এ সময় শাশুড়িকে বাঁচাতে গিয়ে আহত হন পুত্রবধূ জান্নাত। পরে দুইজনকেই হাসপাতালে নিয়ে গেলে পারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে জান্নাত সামান্য আহত হয়।
নিহতের পরিবার ধারণা করছে, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে বাসার গেট ভেজা ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার লিকেজের কারণে পুরো গেটটি বিদ্যুতায়িত হয়েছিল।
নিহতের স্বামী নাম আবদুর রাজ্জাক। তিনি পরিবার নিয়ে লালবাগ কেল্লারমোড় আরএনডি রোডে থাকেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, পারুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।