ডিএনসিসি এলাকার সুবিধা বঞ্চিত ৩১৮ শিশু পেল আর্থিক অনুদান

সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদানবস্তিতে বসবাসকারী ৩১৮ জন শিশুকে অর্থিক অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যার মধ্যে ১৩৫ জন ছেলে ও ১৮৩ জন মেয়ে শিশু। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং ইউনিসেফের সহযোগিতায় রাজধানীর পল্লবীতে অবস্থিত ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শর্তযুক্ত অর্থের চেক হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, প্রতিটি শিশু ৩টি সমান কিস্তিতে ১৮ মাসে ৩৬ হাজার টাকা পাবে। প্রথম কিস্তিতে (৬ মাস) প্রতি শিশু ১২ হাজার টাকা করে পাচ্ছে। এই শর্তযুক্ত অর্থ সহযোগিতার মূল কারণ বাল্য বিবাহ বন্ধ, স্কুল থেকে থেকে ঝড়ে পড়া রোধ ও শিশু শ্রম হ্রাস করা। ইউনিসেফ আর্থিক সহায়তা ও সমাজ সেবা অধিদফতরের কারিগরি সহায়তায় শর্তযুক্ত অর্থসহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তাশর্তযুক্ত অর্থসহায়তা প্রাপ্তির শর্তাবলির মধ্য রয়েছে- শিশুকে অবশ্যই কেস ম্যানেজমেন্টের আওতায় আসতে হবে। সুবিধাভোগী শিশুর বয়স অবশ্যই ৬ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। গৃহহীন পথশিশু অথবা বিপদজনক শ্রম, শিশু বিকাশের পরিপন্থি কাজে নিয়োজিত শিশু। এছাড়া পরিত্যাক্ত, নাম পরিচয়হীন, বৈধ অভিভাবকহীন শিশু এই সুবিধা পাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ এর নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাকির হাসান, ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ক্রিস্টানা ওয়েসলান্ড, চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ-২-এর প্রকল্প পরিচালক ডা. আশরাফি আহমেদ প্রমুখ।