পল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী গ্রেফতার

সিটিটিসির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবিগত ১৪ নভেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ওয়াসিম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ওয়াসিম দিয়াশলাই জ্বালিয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছিল। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আরও পড়ুন: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী যুবককে ধরিয়ে দেওয়ার আহ্বান