প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ: পুলিশ কনস্টেবল রিমান্ডে

আদালতপ্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কামরুল হাসান নামে পুলিশের এক কনস্টেবলকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশে নিয়োগ ও বিদেশে মিশনে পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কামরুলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। মামলায় কনস্টেবল কামরুল হাসানের স্ত্রী লুৎফা আক্তারকেও আসামি করা হয়। কিন্তু এ দিন কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হাজির না করায় তার রিমান্ড শুনানি ১৩ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ২৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম তাদের দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। ওই দিন মামলার কেস ডকেট আদালতে উপস্থাপন না করায় আদালত রিমান্ড শুনানির জন্য আজ (১০ জানুয়ারি) দিন ধার্য করেন।
অভিযোগ থেকে জানা যায়, আসামি কনস্টেবল কামরুল হাসান নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এসআই পদে নিয়োগ এবং বিদেশে মিশনে পাঠানোর কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ২৭ লাখ টাকা নেয়। ওই ঘটনায় পিবিআই’র উপপরিদর্শক মো. মমিনুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।