গ্রেফতার পোশাক শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

পোশাক শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধনগার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) দফতর সম্পাদক জয়নাল আবেদীনসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শ্রমিকদের গ্রেফতার, গুম, মামলা, ছাঁটাই ও নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছে টিইউসি।
মানববন্ধনে জয়নাল আবেদীনের মা জোবেদা বেগম বলেন, ‘জয়নাল আবেদীন তার অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায্য আন্দোলন করেছে। তাকে কেন গ্রেফতার করা হয়েছে? অনতিবিলম্বে তার মুক্তি দিন। জয়নাল আবেদীনের মুক্তি চাই।’
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘জয়নাল আবেদীনকে সাদা পোশাক পরা পুলিশ তার বোনের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এখন পর্যন্ত জয়নাল আবদীনের কোনও খোঁজ পাওয়া যায়নি। আমরা তার সন্ধান চাই এবং তার মুক্তি চাই।’
তিনি আরও বলেন, ‘শুধু জয়নাল আবেদীন নয়, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে শত শত শ্রমিকদের গ্রেফতার করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। অনতিবিলম্বে এই গ্রেফতার নির্যাতন বন্ধ করতে হবে, তা না হলে গার্মেন্ট শিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা থামবে না।’
মানববন্ধনে জয়নাল আবদিনের বোনসহ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা উপস্থিত ছিলেন।