আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি





received_391849161589380আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের ক্বারি-আলেমরা এ সম্মেলনে অংশ নেবেন।
শনিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থা ‘ইক্বরা’।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া ও মিসরের ক্বারিরা অংশ নেবেন। এছাড়াও দেশ-বিদেশের আলেমরা এ সম্মেলনে যোগ দেবেন।

ইক্বরার সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বলেন, ‘এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরান তেলাওয়াতের রেওয়াজ চালু হয়। বাংলাদেশে এ সম্মেলনে শুরু করেন ইক্বরার ক্বারি মুহাম্মদ ইউসুফ। এ বছর সম্মেলনে মিসরের ইয়াসির মাহমুদ শারকাওঈ, ফিলিপাইনের নোমান পিমবায়াবায়া, তুরস্কের ইয়াশার চৌহাদার, ইরানের হামীদ শাকেরনেজাদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান প্রমুখ আসবেন।’