টঙ্গী বাজারে ৪৬৯ পাখি উদ্ধার, পরে অবমুক্ত

উদ্ধার হওয়া খাচাবন্দি পাখি

গাজীপুরের টঙ্গী বাজারে অভিযান চালিয়ে ৪৬৯টি বন্য পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‍্যাব। রবিবার (২০ জানুয়ারি) এ অভিযান চালানো হয়। এসময় পাখি শিকারের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। পরে পাখিগুলো আকাশে উড়িয়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া পাখির মধ্যে ৮৫টি শালিক, ১২০টি ঘুঘু, ৭১টি টিয়া, ৬টি কালিম, ২টি ময়না, ১৮৫টি মুনিয়া রয়েছে।

এসব পাখি শিকারের দায়ে নজরুল ইসলাম (৩৪) ও মো. রফিকুল ইসলামকে (৪২) ৬ মাস, নুরুল ইসলাম নুরু (২৯), মো. ইমরান (২৮) ও মো. শাহীনকে (১৯) ২ মাস এবং মো. সিরাজুল ইসলাম মামুন (৩০),  মো. হৃদয় (১৯),  মো. আজিজুল (৩৫) এবং মো. পায়েলকে (২১) একমাস করে করাদণ্ড দেওয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করি। উদ্ধার হওয়া পাখিগুলোকে সংসদ ভবন ও র‍্যাব-১ এর কার্যালয় এলাকার প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।’

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইন অনুযায়ী যেকোনও পাখি ধরা শিকার এবং আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ।’