জুলহাস-তনয় হত্যা মামলা: ৩২ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জুলহাস ও তনয়মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী  মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের দু’টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৩২ বারের মতো পেছালো।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

মামলা দু’টির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।