কর্তৃপক্ষের হস্তক্ষেপে শান্ত হয়েছেন বিএসএমএমইউ’র নার্স ও কর্মচারীরা

বিএসএমএমইউতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালয়ের (বিএসএমএমইউ) স্টাফ নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে সৃষ্ট উত্তপ্ত অবস্থার প্রশমন হয়েছে। বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিএসএমএমইউ পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বহির্বিভাগে একজন স্টাফ নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারির বাদানুবাদ হয়। ছোট্ট এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই পক্ষকেই ডেকে ঘটনার তদন্তে কমিটি করার কথা জানালে পরিস্থিতি শান্ত হয়।’

এ বিষয়ে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের অধ্যাপক মেবেল ডি রোজারিও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নার্সদের মধ্যে কোনও ধর্মঘট বা কর্মবিরতি আছে বলে শুনিনি। তারা ঠিকমতোই কাজ করছেন।’

নার্সিং সুপারিটেন্ডেন্ট সান্ত্বনা রানী দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে কোনও ধর্মঘট বা কর্মবিরতি নেই। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমরা সেই সমস্যার সমাধান করেছি। এখন যে যার কাজে ফিরে গেছে। এখন কোনও সমস্যা নেই।’