বুয়েট অ্যালামনাই’র পুনর্মিলনী শুক্রবার

বুয়েট অ্যালামনাই’র সংবাদ সম্মেলনআগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতকদের পরিচালিত বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দশম মহা-পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী সাদিকুর ইসলাম জানান, প্রায় চার হাজার স্নাতক ও তাদের পরিবার, বন্ধু-বান্ধবের সমাগমে মুখরিত হবে বুয়েটের প্রাঙ্গণ। দিনভর এ মিলনমেলা চলবে। সকাল ১০টায় বুয়েট খেলার মাঠে এ পুনর্মিলনী শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন বুয়েট অ্যালামনাইর প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

অনুষ্ঠানে দিনভর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, পুতুল নাচ, নারীদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, স্নাতকদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ইভেন্ট থাকবে। এছাড়া, বুয়েটের ১১টি বিভাগের স্নাতক পরীক্ষায় স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুনির উদ্দিন আহমেদ, ট্রাস্টি মাহতাব উদ্দিন, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান, সদস্য সচিব এস এম মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।