৫০ বছরে সাভারের সেন্ট যোসেফস হাইস্কুল অ্যান্ড কলেজ

সেন্ট যোসেফস হাইস্কুল অ্যান্ড কলেজসাভারের ধরেন্ডায় সেন্ট যোসেফস হাইস্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উৎসব শুরু হচ্ছে শুক্র ও শনিবার (২৫ ও ২৬ জানুয়ারি)। উৎসবে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি পুরনো শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করবেন।

শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে শুরু হবে অনুষ্ঠান। এতে স্মৃতিচারণ, ক্রেস্ট প্রদান ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। প্রথম দিনের অনুষ্ঠানে প্রভাতী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ঢাকার আর্চ বিশপের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও। বিকালে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। দ্বিতীয় দিনের প্রভাতী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরী। বিকালের অধিবেশনে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার আলবাট টমাস। সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা কার্মেল কস্তা।