সামিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তা কামনা

ফারহা আমরিন সামিয়া

দুরারোগ্য রোগে আক্রান্ত ফারহা আমরিন সামিয়া (১৭)। বর্তমানে সে বারডেম হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে রয়েছে। 

খুলনা কলেজিয়েট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ‍ছিল সামিয়ার। অসুখের কারণে সেটা আর হয়ে উঠছে না। তার ভাই এস এম আরাফাত আলী সিয়াম বোনের চিকিৎসা নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোন সামিয়ার জীবন বাঁচাতে যে কেউ সাধ্য মতো আর্থিক সহায়তা করতে পারেন।’ তিনি জানান, সামিয়া বর্তমানে বেশ অসুস্থ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সিয়াম বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সার্ভেয়ার। মা গৃহিণী। আমি আজম  খান সরকারি কর্মাস কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছি। বোনের চিকিৎসার ব্যয় মেটানো আমাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।’   

তিনি বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, ডাক্তারি ভাষায় সামিয়ার রোগটির নাম ডিকে উইথ প্যানক্রিয়েটটাইটিস। তার ফুসফুসে পানি জমেছে। রক্তে ইনফেকশন ধরা পড়েছে। যে কারণে তার রোগটা শরীরে ছড়িয়ে পড়ছে। মূলত, তার রোগের জন্ম ফুসফুস থেকে। গত ২১ জানুয়ারি থেকে সে অসুস্থ। ২৩ জানুয়ারি তাকে ঢাকায় এনে বারডেমে ভর্তি করানো হয়েছে।’

সিয়াম বলেন, ‘এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল, যা আমাদের একার পক্ষে বহন করা সম্ভব না। আমি মনে করি, দেশের হৃদয়বান ব্যক্তিদের সামান্য সহযোগিতাই পারে আমার বোনটির জীবন বাঁচাতে।’

সামিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য যোগাযোগের নম্বর: ০১৯১২-২৫৩৭৩৬,০১৭১১-৮১৪২৪১,বিকাশ নম্বর:০১৭১১-৮১৪২৪১, ০১৯৬৩-৪৭৬৯৯৫

সাহায্য পাঠানোর ঠিকানা তৌফিক আহমেদ (সামিয়ার মামা) ব্যাংক হিসাব নম্বর- ৪০২১১, ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা।